ঢাকা | বঙ্গাব্দ

মানিকগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের খরসতাই গ্রামের একটি
  • আপলোড তারিখঃ 14-10-2024 ইং
মানিকগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: মানিকগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।  

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের খরসতাই গ্রামের একটি ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।নিহত ঐ দুই শিশু স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী ছিল।আজ সোমবার ১৪ ই অক্টোবর দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তারা।নিহতরা হলোঃ- খরসতাইগ্রামের রফিক মিয়ার মেয়ে সিনহা আক্তার (৮) এবং বাবু গাজীর মেয়ে আনহা আক্তার (৭)।

নিহতের এক প্রতিবেশী বলেন দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি এসে দুই বান্ধবী মিলে বাড়ির পাশের ডোবার জমে থাকা পানিতে শাপলা ফুল তুলতে যায়।এক পর্যায়ে তারা ঐ ডোবার পানিতে তলিয়ে যায়।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ বলেন স্থানীয়দের মাধ্যমে খরব পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।তবে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে।তদন্তের পর পুরো বিষয়টি জানা যাবে বলে জানান তিনি। 








নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ