স্পোর্টস নিউজ,দৈনিক প্রথম সকাল।
নারী এশিয়া কাপের ২০১৮ আসরে ভারতকে হারিয়েই টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ।জ্যোতি-রুমানাদের শিরোপা ধরে রাখার মিশনটি ছিল ঘরের মাঠে,২০২২ ইং আসর'টি।তবে ঘরের মাঠে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ।তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের এবারের আসরের সেমিতে উঠেছে নিগার সুলতানা জ্যোতির দল।ফাইনালে উঠার লড়াইয়ে এবার প্রতিপক্ষ সেই ভারত।
আসর'র প্রথম সেমিতে শুক্রবার নামবে ভারত ও বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।এদিকে একই দিনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নামবে পাকিস্তানের মেয়েরা।এদিকে লঙ্কানদের বিপক্ষে হার দিয়েই এশিয়া কাপের এবারের মিশন শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা।তবে নিজেদের পরের ম্যাচেই থাইল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিগার সুলতানা জ্যোতির দল।ব্যাটিংয়ে সেই ফর্ম ধরে রেখেই বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার সামনে ১৯২ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় দিলারা-মুর্শিদারা। পরে ১১৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে সেমিতে এক পা দিয়ে রাখে বাংলাদেশ।
পরে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১০ উইকেটে হারে থাইল্যান্ড।এতেই সেমির টিকিট নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।গ্রুপ "বি"-তে ৩ ম্যাচের দুটিতে জিতে রানার্স-আপ হয়ে শেষ চারে উঠে জ্যোতিরা।এদিকে গ্রুপ চ্যাম্পিয়ন লঙ্কানরা জিতেছে ৩ ম্যাচের ৩টিতে।এদিকে ভারতও গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠে সেমিতে।এতেই নিয়ম অনুযায়ী সেমির লড়াইয়ে নামবে গ্রুপ "এ" চ্যাম্পিয়ন ও গ্রুপ "বি" এর রানার্স আপ দল।