ঢাকা | বঙ্গাব্দ

শাহরাস্তি পৌরসভার জলাবদ্ধতা ও বর্জ্য ফেলার স্থান পরিদর্শন করলেন পৌর প্রশাসক মুস্তাফিজুর রহমান

শাহরাস্তি পৌরসভার জলাবদ্ধতা ও বর্জ্য ফেলার স্থান পরিদর্শন করলেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক
  • আপলোড তারিখঃ 13-09-2024 ইং
শাহরাস্তি পৌরসভার জলাবদ্ধতা ও বর্জ্য ফেলার স্থান পরিদর্শন করলেন পৌর প্রশাসক মুস্তাফিজুর রহমান ছবির ক্যাপশন: শাহরাস্তি পৌরসভার জলাবদ্ধতা ও বর্জ্য ফেলার স্থান পরিদর্শন করলেন পৌর প্রশাসক মুস্তাফিজুর রহমান
সৈয়দ মোঃ মোতাহের হোসাইন,শাহরাস্তি,
চাঁদপুর।

শাহরাস্তি পৌরসভার জলাবদ্ধতা ও বর্জ্য ফেলার স্থান পরিদর্শন করলেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মুস্তাফিজুর রহমান।গত ১১ ই সেপ্টেম্বর বুধবার দুপুরে পৌর প্রশাসক মুস্তাফিজুর রহমান পৌর কাউন্সিলরদের সাথে নিয়ে তিনি পৌরসভাধীন ঠাকুর বাজার গরু বাজার সংলগ্ন  পৌরসভার ক্রয়কৃত সম্পওিতে বর্জ্য ফেলার স্থান পরিদর্শন করেন।এছাড়াও তিনি ঠাকুর বাজারে কসাইখানা,জবাই খানা,মাংস বাজার স্থান ও মেহের গোদা খাল পরিদর্শন, অবৈধ দখল স্থাপনা ও পৌর এলাকার পানি নিস্কাশন ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

এ বিষয়ে পৌর প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান শাহরাস্তি পৌরসভায় বর্জ্য  ব্যবস্থাপনা না থাকায় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায় পরিবেশ দুষন হচ্ছে। আমরা আশা করছি,অল্প সময়ের মধ্যে বর্জ্য ফেলার স্থান নির্ধারণ করবো।গরুর মাংস বাজার এক জায়গায় থাকবে।জবাই খানা ও কসাইখানা এক জায়গায় থাকবে।পৌরসভার জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও স্থাপনা সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন পাটোয়ারী,সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল,পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ শেখ,শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির,প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া,
সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ,পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন,পৌর ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কাশেম প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ