বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
টাঙ্গাইলে স্বামীর সহযোগিতায় বাসররাতে বন্ধুদের নিয়ে নববধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে।এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল বাছেদ (২৫) ও বন্ধু জহুরুল ইসলাম (২৮)'কে গ্রেফতার করেছে পুলিশ।অপর বন্ধুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।গত বৃহস্পতিবার ২৫ শে জুলাই অভিযুক্ত ২ আসামীকে পুলিশ গ্রেফতার করে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক।মামলা সূত্রে জানা যায় সম্প্রতি বিয়ে করে ওই নববধূকে নিজের বাড়িতে তোলেন আব্দুল বাছেদ।বাসর রাতে প্রবেশের পর বাছেদের সহযোগিতায়
পুলিশ জানায় এ ঘটনায় গেলো ২৭ শে জুলাই ভুক্তভোগীর মা বাদী হয়ে কালিহাতী থানায় গ্রেফতার ২ আসামীসহ বর্তময়ানে পলাতক রবিন মিয়াকে (২৬) আসামী করে মামলা দায়ের করেছেন।পুলিশ অভিযুক্ত স্বামী ও তার বন্ধুকে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে।প্রসঙ্গত এ ঘটনায় নববধূর শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।