বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
টানা দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার পর আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গকন্যা শেখ হাসিনা।ইতি মধ্যে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়া-দিল্লিতে অবতরণ করেছে বলে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।নিজেদের সূত্রের বরাত দিয়ে আজ সোমবার ৫ ই আগস্ট ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে নয়াদিল্লির গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে অবতরণ করে শেখ হাসিনার বিমান।এসময় ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানান।সেখান থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন তিনি।
এর আগে ক্ষমতা থেকে পদত্যাগের পর শেখ হাসিনা আজ বেলা ২.৩০ মিনিটের পর বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ছোট বোন শেখ রেহানাসহ ভারতের আগরতলা পৌঁছান বলে জানা গেছে।শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় থাকেন যুক্তরাষ্ট্রে।অন্যদিকে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল থাকেন ভারতের দিল্লিতে।
এদিকে হাসিনার পদত্যাগের পর প্রধান প্রধান রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা শেষে বেলা পৌনে ৪টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কার্যক্রম পরিচালনা করব।সকল হত্যাকান্ডের বিচার করা হবে।