বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে দেখা করতে বঙ্গভবনে পৌঁছেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল।অদ্য মঙ্গলবার ৬ ই আগস্ট সন্ধ্যা ৬টার পর সেনাবাহিনীর একটি মিনিবাসে করে তাদের বঙ্গভবনে প্রকাশ করতে দেখা যায়।সমন্বয়কদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীন রয়েছেন।বর্তমান পরিস্থিতি ও অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি ও তিন বাহিনী প্রধানের সাথে আলোচনা করবেন তারা।