ঢাকা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস রূপকল্প তুলে ধরবেন এমন আশা করেছে যুক্তরাজ্যঃ ক্যাথরিন ওয়েস্ট

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতীয়
  • আপলোড তারিখঃ 17-11-2024 ইং
প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস রূপকল্প তুলে ধরবেন এমন আশা করেছে যুক্তরাজ্যঃ ক্যাথরিন ওয়েস্ট ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস রূপকল্প তুলে ধরবেন এমন আশা করেছে যুক্তরাজ্যঃ ক্যাথরিন ওয়েস্ট
স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। 

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। সেসব কিভাবে বাস্তবায়ন করা হবে,সে বিষয়ে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস রূপকল্প তুলে ধরবেন এমন আশা করেছে যুক্তরাজ্য।অদ্য রবিবার ১৭ ই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন ওয়েস্ট।বৈঠক শেষে তিনি বলেন বাংলাদেশের জনগণকে পরবর্তী ধাপে এগিয়ে যেতে সহায়তা করার চেষ্টা করবে যুক্তরাজ্য।

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কি না,সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন অবশ্যই এবং আমরা আশা করছি,কিভাবে এসব ঘটবে সে বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন অধ্যাপক ইউনূস।ওয়েস্ট বলেন তারা জানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শান্তি ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা,জবাবদিহি নিশ্চিত করা এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এমনটাই।এসব উদ্দেশ্য পূরণ করতে যুক্তরাজ্য সরকারের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ব্রিটিশ মন্ত্রী জানান তাঁরা একক কোনো বিষয় নিয়ে আলোচনা করেননি।তবে বাংলাদেশ বর্তমানে রূপান্তরের পর্যায়ে থাকায় তাঁরা সরকারকে সমর্থন করতে চান। তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যেসব কাজ করছে আমরা তাদের সব কাজে সহযোগিতা করতে চাই।

ওয়েস্ট বলেন বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের খুব শক্তিশালী ও অবিচল বন্ধুত্ব রয়েছে।আমরা শক্তিশালী অংশীদারত্ব গঠন করতে চাই এবং সেই গুরুত্বপূর্ণ ভিত্তি প্রস্তরটি শক্তিশালী সম্পর্কের উপর নির্মাণ করতে চাই।পাশাপাশি একটি গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই।এ সময় রোহিঙ্গাদের জন্য আরও ১০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড সহায়তার ঘোষণা দেন ক্যাথরিন।




নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ