জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।
ফেনীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।নিহতের পরিবারের অভিযোগ বিরোধের জেরে বন্ধুদের হাতে এ হত্যাকান্ড ঘটে।গতকাল শনিবার ২২ শে জুন রাত সাড়ে ১০টার দিকে ফেনীর সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রানীরহাট বাজার সংলগ্ন আল আমিন একাডেমি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।নিহত মোঃ সুমন (২৩) পেশায় একজন রাজ মিস্ত্রি।তিনি কাজীরবাগ ইউনিয়নের অশ্বদীয়া গ্রামের মোঃ বশীর আহাম্মদের ছেলে।সুমন পরিবারের সঙ্গে স্থানীয় রিপনের কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় কাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান কাজী বুলবুল আহম্মেদ সোহাগ বলেন ছেলেটি রাজ মিস্ত্রির কাজ করতো।ঘটনা শুনে আমরা হাসপাতালে এসেছি।ফেনী জেনারেল হাসপাতালে ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রায়হান উদ্দিন বলেন রাতে হাসপাতালে এক যুবককে ছুরিকাঘাত অবস্থা নিয়ে আসা হয়।পরীক্ষা শেষে তাকে আমরা মৃত ঘোষণা করে মরদেহ মর্গে পাঠিয়েছি।