ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন,৬জন দগ্ধ

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে "এমভি সাদিয়া এন্টারপ্রাইজ" নামে
  • আপলোড তারিখঃ 27-10-2024 ইং
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন,৬জন দগ্ধ ছবির ক্যাপশন: চাঁদপুরে ডাকাতিয়া নদীতে তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন,৬জন দগ্ধ
জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। 

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে "এমভি সাদিয়া এন্টারপ্রাইজ" নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে অগ্নিকান্ড ঘটেছে।এতে জাহাজে থাকা ৬জন অগ্নিদগ্ধ হয়েছেন।রবিবার ২৭ শে অক্টোবর বিকেলে পদ্মা ওয়েল কোম্পানির জেটির পাশের ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুরের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেন।আহতরা হলঃ-জাহাজের শ্রমিক রুবেল (৩৫),গোলাপ (৫০), জিলানী (৩০),মাসুদ (৩০),গিয়াস উদ্দিন (২৯) ও মধু মিয়া (৫৫)।

আহত মধু মিয় ও জিলানি জানান চট্টগ্রাম থেকে গত শুক্রবার চাঁদপুর পদ্মা ডিপোতে এসেছে জাহাজটি।পুরো ট্যাংকারে পেট্রোল ও ডিজেল নিয়ে আসা হয়।অদ্য রবিবার বিকেলে ইঞ্জিনকক্ষে হঠাৎ জেনারেটর বিস্ফোরণ হয়।এতে আগুন ছড়িয়ে পড়লে জাহাজে থাকা সবাই নদীতে ঝাঁপ দেন।চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আকলিমা জাহান বলেন অগ্নিকান্ডে আহতদের মধ্যে গোলাম নামে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।তার শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে।বাকি ৫জন চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুরের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম বলেন বিকেল সোয়া ৪টার দিকে "এমভি সাদিয়া এন্টারপ্রাইজ" নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও কোস্টগার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।এ ঘটনায় ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন।আহতদের মধ্যে গোলাপের অবস্থা গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ