জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রংপুরে পুলিশের গুলিতে অটো-চালক মানিক হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে ১১৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।গতকাল রবিবার ১৮ ই আগস্ট দুপুরে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানিকের মা নূরজাহান বেগম বাদী হয়ে হত্যা মামলার আবেদন করেন।পরে বিকেলে আদালতের বিচারক রাজু আহমেদ বাবু মামলাটি গ্রহণ করেন।এই মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনসহ ১১৯ জনকে।আসামীদের বেশির ভাগই পুলিশের শীর্ষ ও উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
এছাড়াও মামলার অন্যান্য আসামীরা হলেন-সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি,মিঠাপুকুরের সাবেক সংসদ সদস্য জাকির হোসেন সরকার,সাবেক মহিলা সংসদ সদস্য নাসিমা জামান ববি,আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার রাশেক রহমান,রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান,অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল,৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন,১৫ নম্বর ওয়ার্ডের বরখাস্ত হওয়া কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুসহ আরো পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলাউদ্দিন বলেন,কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে যে মামলা হয়েছে ৩১ শে আগস্ট এর মধ্যে সে মামলা গুলো নিষ্পত্তি হওয়ার পর এই মামলার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন আদালত।উল্লেখ্য পুলিশের গুলিতে নিহত হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ,প্রকৌশলী আব্দুল্লাহ আল তাহির ও ফল ব্যবসায়ী মিরাজুল ইসলাম হত্যার ঘটনায় গতকাল ১৮ ই আগস্ট পৃথক ৩টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।এবং অজ্ঞাত আসামি করা হয়েছে দেড় শতাধিক।