ঢাকা | বঙ্গাব্দ

হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি করে মোঃ সুমন শিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানার
  • আপলোড তারিখঃ 29-08-2024 ইং
হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু  মুন্সীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর ছবির ক্যাপশন: হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।  

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি করে মোঃ সুমন শিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানার মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু  মুন্সীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।অদ্য বৃহস্পতিবার ২৯ শে আগস্ট তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠ তদন্তের জন্য ৮ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক রেজাউল আলম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাতে রাজধানীর গুলশান-১ থেকে টিপু মুন্সীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।পরে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ ই জুলাই বাড্ডার প্রগতি স্মরণীতে গুলিতে নিহত হন সুমন সিকদার।এ ঘটনায় সুমনের মা মোসাঃ মাছুমা গত ২০ শে আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ