মোঃরনি বাবু,করেসপন্ডেন্ট,
কালাই,জয়পুরহাট।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৫ এর অভিযানে গতকাল ১৫ ই সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ রাত ১০ ঘটিকায় নওগাঁ জেলার সদর থানাধীন পৌরসভা পুরাতন মাছ বাজার (মসল পট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় ভাড়াকৃত গোডাউন হতে ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফারকসহ ব্যবসায়ী (ক) শ্রী রুপম কুমার (৩৫), পিতা-শ্রী নিবারণ চন্দ্র বর্মণ,সাং-জোতহরি,
থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ'কে গ্রেফতার করা হয় এবং পলাতক আসামী (খ) মোঃ সালাউদ্দিস বিহারী(৪৫),পিতা-মৃত শামছুল হক,সাং-খাস নওগাঁ (মরাকাঠি),থানা ও জেলা- নওগাঁ।
গ্রেফতারকৃত আসামী রোপম একজন চিহ্নিত অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী।সে সিলেট,শায়েস্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ এবং নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকা হতে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করতঃ সালাউদ্দিন এর সাথে যোগসাজসে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলা সমুহে ও দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী বিক্রি করতো বলে জানা যায়।
এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে (র্যাব)-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল রোপম ও সালাউদ্দিন এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫-০৯-২৪ইং তারিখ রাত ১০ ঘটিকায় নওগাঁ জেলার সদর থানাধীন পৌরসভা¯’ পুরতান মাছ বাজার (মসলা পট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় (র্যাব)-৫,সিপিসি-৩ এর ১টি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে রোপম এর ভাড়াকৃত গোডাউনে অবৈধ বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে আটক করে এবং সালাউদ্দিন কৌশলে পালিয়ে যায়।
আটক কৃত আসামী রোপম প্রকাশ্যে স্বীকার করে যে, সে এবং পলাতকআসামী সালাউদ্দিন দীর্ঘদিন যাবত নাশকতা ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহৃত বিক্রয়ের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যাদি অবৈধভাবে সংগ্রহপূর্বক ভাড়াকৃত নিজ নিজ গোডাউনে রেখে বিক্রয় করে আসছিল যা বিস্ফোরক দ্রব্যাদি আইন-
১৯০৮ অনুযায়ী অপরাধযোগ্য।পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে রোপম ও সালাউদ্দিন এর গোডাউনে রক্ষিত ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
অবৈধ বিস্ফোরক দ্রব্য সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে (র্যাব)-৫,সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী নওগাঁ সদর থানায় একটি মামলা দায়েল করা হয়েছে।