সৈয়দ মোঃ মোতাহের হোসাইন,করেসপন্ডেন্ট,শাহরাস্তি,চাঁদপুর।
চাঁদপুর উপজেলার শাহরাস্তিতে বন্যা পরবর্তী পূনবার্সনের লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ,সার ও বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার দুপুরে কৃষি অধিদপ্তর চত্বরে এ উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।উপকরণ সামগ্রীর মধ্যে ছিল উফশী আমন ধানের বীজ ৫ কেজি,ডিএপি সার ১০ কেজি, ও এমওপি সার ১০ কেজি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়শা আক্তার জানান ২০২৪- ২০২৫ অর্থ বৎসরের সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ কৃষক ও কৃষাণীদের পূনবার্সন প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষককে খরিপ-২,মৌসুমে ৫ কেজি উফশী জাতের আমন ধানের বীজ,৫ কেজি ডিএপি সার,৫ কেজি এমওপি সার ১৩৫০ জন কৃষক -কৃষানীর মাঝে বিতরণ করা হয়েছে।এছাড়াও পূনবার্সন প্রক্রিয়ায় নগদ অর্থ বিতরণ সরকারের পরিকল্পনাধীন রয়েছে।
এ উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ ইয়াসির আরাফাত।সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়শা আক্তার।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল শামীম,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাস,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইউনুছ পাটোয়ারী,মোঃ ইসহাক খন্দকার,মোঃ শাফায়েত হোসেন,মোঃ মকবুল হোসেন প্রমুখ।