বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাট হতে ২০১৭ ইং সালের প্রহেলা জুলাই গুম হওয়া আরিফ'কে ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।গতকাল সোমবার ২৩ শে সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার সময় গুম হওয়া আরিফুল এর স্ত্রী মোসাঃ মাজেরা বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে জেলা প্রশাসকের কাছে স্বামী'কে জীবিত অবস্থায় ফিরে পেতে স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ,দেবীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ,আরিফুল এর ছোট ভাই সোহেল রানা,চাচা জালাল উদ্দীন,বড় ভাই বিপ্লব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মারকলিপিতে উল্লেখ করেন আরিফুল'কে গত ২০১৭ ইং সালের জুলাই মাসের ১ তারিখ আনুমানিক দুপুর আড়াই টার সময় কোচিং চলাকালীন সময়ে আরিফুলকে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায়।পরিবারের পক্ষ থেকে জিডি করার জন্য বার বার থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি এমনকি আমাদেরও গুম করার জন্য হুমকি প্রদান করে।জেলা প্রশাসকের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে স্বামী আরিফুল'কে জীবিত ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে স্মারকলিপিতে অনুরোধ জানান।