ঢাকা | বঙ্গাব্দ

সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন দিয়েছেন হাইকোর্ট

সাভারে ধসে পড়া রানা প্লাজায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়।সেই ঘটনায়
  • আপলোড তারিখঃ 01-10-2024 ইং
সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন দিয়েছেন হাইকোর্ট ছবির ক্যাপশন: সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন দিয়েছেন হাইকোর্ট
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

সাভারে ধসে পড়া রানা প্লাজায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়।সেই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।আজ মঙ্গলবার ১ লা অক্টোবর বিচারপতি মোঃ আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাজ্জাতুল হায়দার চৌধুরী।রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ মাসুদ রানা।পরে মোঃ মাসুদ রানা বলেন হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

এর আগে ২০২৩ ইং সালের ৬ শে এপ্রিল এ মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে ৯ ই এপ্রিল হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আপিল করেন আপিল বিভাগ।২০২২ ইং সালের মার্চে রানাকে কেন জামিন দেয়া হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।ঐ রুলকে যথাযথ ঘোষণা করেই গত ৬ ই এপ্রিল তাকে জামিন দেয়া হয়েছিল।

প্রসঙ্গত ২০১৩ ইং সালের ২৪ শে এপ্রিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের মর্মান্তিক ঘটনা ঘটে।এ ঘটনায় প্রায় ১৩শ মানুষের মৃত্যু হয়।যাদের প্রায় সবাই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। এ ঘটনায় হওয়া হত্যা মামলার প্রধান আসামি ভবনের মালিক সোহেল রানা।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ