ঢাকা | বঙ্গাব্দ

এই বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসছেন অভিনেত্রী অদিতি রাও ও সিদ্ধার্থ

বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি।তামিল-মালায়ালাম ভাষার সিনেমায়ও অভিনয়
  • আপলোড তারিখঃ 31-08-2024 ইং
এই বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসছেন অভিনেত্রী অদিতি রাও ও সিদ্ধার্থ ছবির ক্যাপশন: এই বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসছেন অভিনেত্রী অদিতি রাও ও সিদ্ধার্থ
বিনোদন ডেস্ক,দৈনিক প্রথম সকাল।  

বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি।তামিল-মালায়ালাম ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন।আর দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ।অনেক দিন ধরেই এই দুই তারকার প্রেমের জোর গুঞ্জন চলছিলো।অবশেষে গত মার্চ মাসে বাগদানের মাধ্যমে এ গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়েছেন এই জুটি।এ বছরের শেষে সাতপাকে বাঁধা পড়বেন অদিতি-সিদ্ধার্থ।তবে এখনো বিয়ের দিনক্ষণ প্রকাশ করেননি তারা। 

তবে ৪০০ বছরের পুরোনো একটি মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারেঅদিতি রাও হায়দারি বলেন আমাদের বিয়েটা ওয়ানাপার্থির ৪০০ বছরের পুরোনো একটি মন্দিরে হবে,এটি আমার পরিবারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। তেলেঙ্গানার দক্ষিণের জেলা ওয়ানাপার্থি।এ জেলায় বেশ কটি পুরোনো মন্দির রয়েছে।তবে সেখানকার কোন মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন,তা জানাননি এই অভিনেত্রী।

২০২১ ইং সালে তেলেগু ভাষার "মহা সমুদ্রম" সিনেমায় একসঙ্গে অভিনয় করেন অদিতি-সিদ্ধার্থ।এ সিনেমার শুটিং করতে গিয়েই পরস্পরের কাছে আসেন তারা।এরপর শোনা যায় এ জুটি সম্পর্কে রয়েছেন। ২৮ অক্টোবর অদিতির জন্মদিন।২০২২ ইং সালের ২৮ শে অক্টোবর অদিতির সাথে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সিদ্ধার্থ লিখেন "শুভ জন্মদিন হৃদয়ের রানী।আমি তোমার সব স্বপ্নপূরণের জন্য দোয়া করছি।"এ পোস্টের মাধ্যমে সম্পর্কের গুঞ্জনে সীলমোহর দেন সিদ্ধার্থ। 







নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ