ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে স্বর্ণ পাচারের চেষ্টাকালে আটক ১

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে স্বর্ণ
  • আপলোড তারিখঃ 04-10-2024 ইং
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে স্বর্ণ পাচারের চেষ্টাকালে আটক ১ ছবির ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে স্বর্ণ পাচারের চেষ্টাকালে আটক ১
বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে স্বর্ণ পাচারের সময় ১ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কাস্টমস সদস্যরা।গতকাল বৃহস্পতিবার ৩ রা অক্টোবর দুপুর ২টার সময় এ অভিযান চালানো হয়।খবর সূর্ত্রের সোনামসজিদ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে।এর পরিপ্রেক্ষিতে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নির্দেশনায় বিজিবি ও কাস্টমস সদস্যরা তল্লাশি অভিযান চালায়।

তল্লাশির সময় বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিক আজিম খান (পাসপোর্ট নম্বর-EG0785687),পিতাঃ-মৃত সামছুল হক খান,গ্রামঃ-শেকরনগর,থানা সিরাজদীখান,জেলাঃ-মুন্সিগঞ্জকে আটক করা হয়। তার কাছে ১১৬.৫৪ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ পাওয়া যায়, যা তিনি ভারতে পাচারের চেষ্টা করছিলেন।চাঁপাইনবাবগঞ্জের জুয়েলারি সমিতি কর্তৃক পরীক্ষাকরে এই স্বর্ণের বিশুদ্ধতা নিশ্চিত করা হয়েছে। স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৩,০০,০০০ (তের লক্ষ) টাকা।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলার পর সন্ধ্যায় তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।৫৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বিজিবি সদস্যদের সতর্কতামূলক পদক্ষেপের .প্রশংসা করেছেন।







নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ