ঢাকা | বঙ্গাব্দ

কনফিডেন্স ডান্স একাডেমীর দ্বিতীয় শাখায় ভর্তি কার্যক্রম চলছে

নাচ শেখার অনন্য সুযোগ নিয়ে হাজির হলো কনফিডেন্স
  • আপলোড তারিখঃ 17-11-2024 ইং
কনফিডেন্স ডান্স একাডেমীর দ্বিতীয় শাখায় ভর্তি কার্যক্রম চলছে ছবির ক্যাপশন: কনফিডেন্স ডান্স একাডেমীর দ্বিতীয় শাখায় ভর্তি কার্যক্রম চলছে
ফারুক আহমেদ সূর্য জেলা করেসপনডেন্ট,লালমনিরহাট।

নাচ শেখার অনন্য সুযোগ নিয়ে হাজির হলো কনফিডেন্স ডান্স একাডেমী।প্রতিষ্ঠানটি লালমনিরহাটে তাদের দ্বিতীয় শাখার কার্যক্রম শুরু করেছে,যেখানে অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের নৃত্য শেখানো হবে।যেকোনো বয়সের ও আগ্রহের শিক্ষার্থীরা এই একাডেমিতে ভর্তি হয়ে নিজেদের নৃত্যশৈলীতে নতুন মাত্রা যোগ করতে পারবেন।

কনফিডেন্স ডান্স একাডেমী বিগত কয়েক বছর ধরে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে নৃত্য শিক্ষা দিয়ে আসছে। তাদের প্রশিক্ষণে শিক্ষার্থীরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে সুনাম কুড়িয়েছে।দ্বিতীয় শাখার মাধ্যমে আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সেবা দিতে এ একাডেমী আরও একধাপ এগিয়ে গেল।নতুন শাখাটি লালমনিরহাটের হাতীবান্ধার ছকেল মার্কেট, ঘুন্টি বাজার এলাকায় অবস্থিত, যা স্থানীয় নৃত্যপ্রেমীদের জন্য সহজে পৌঁছানোর মতো একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে। 

একাডেমির বিশেষত্ব হলো এখানে কেবলমাত্র নাচ শেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে বিভিন্ন প্রোগ্রাম ও কনটেস্টে অংশগ্রহণের সুযোগও প্রদান করা হয়। তাছাড়া,শিক্ষার্থীদের প্রতিভাকে বিকশিত করতে বিভিন্ন উৎসব ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তাদের পারফর্ম করার সুযোগও প্রদান করা হয়।

কনফিডেন্স ডান্স একাডেমীর প্রতিষ্ঠাতা জানান "আমাদের উদ্দেশ্য শুধু নাচ শেখানো নয়,আমরা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার পাশাপাশি তাদের মেধাকে উন্নত করে একটি মজবুত ভিত্তি তৈরি করতে চাই।আমরা চাই প্রতিটি শিক্ষার্থী নাচের মাধ্যমে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে সক্ষম হোক।"

নাচ শেখার প্রতি যারা আগ্রহী এবং নিজেদের দক্ষতা বাড়াতে চান, তাদের জন্য এই একাডেমী হতে পারে একটি আদর্শ জায়গা। অভিভাবকরাও তাদের সন্তানদের এখানে ভর্তি করিয়ে উন্নতমানের প্রশিক্ষণের সুযোগ দিতে পারেন। 

বিস্তারিত তথ্য ও ভর্তি সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করা যাবে নিচের নম্বরে:
**01305110449**

নাচের প্রতি যারা আগ্রহী এবং নিজেদের প্রতিভা বিকাশ করতে চান,তাদের জন্য কনফিডেন্স ডান্স একাডেমীর দ্বিতীয় শাখা একটি উজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ