ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ঘিরে উত্তেজনা,২ হাজার ৫০০' র বেশি পুলিশ মোতায়েন

বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ঘিরে হিন্দু মহাসভাসহ
  • আপলোড তারিখঃ 05-10-2024 ইং
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ঘিরে উত্তেজনা,২ হাজার ৫০০' র বেশি পুলিশ মোতায়েন ছবির ক্যাপশন: বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ঘিরে উত্তেজনা,২ হাজার ৫০০' র বেশি পুলিশ মোতায়েন
স্পোর্টস নিউজ,দৈনিক প্রথম সকাল।   

বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ঘিরে হিন্দু মহাসভাসহ বেশ কয়েকটি সংগঠন বিক্ষোভ মিছিল করে।এর আগে তারা ম্যাচটি বাতিল করে দেওয়ারও হুমকি দেয়।কিন্তু এতে শক্ত অবস্থানে রয়েছে বিসিসিআই।যারই উদ্যোগ হিসেবে আগামী সোমবার পর্যন্ত বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করেছে সেখানকার প্রশাসন।সাথে নিয়োগ দিয়েছে প্রায় ২ হাজার ৫০০' র বেশি পুলিশ।

পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে এই খবর জানায়।জানা যায় আওয়ামী লীগ সরকার বিদায়ের পর বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের অভিযোগ এনে প্রথম টি-টোয়েন্টি বাতিলের হুমকি দেয় হিন্দু মহাসভা।তারা ধর্মঘটেরও ডাক দিয়েছিল।কিন্তু এতে লাভ হয়নি।উল্টো নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে সেখানকার প্রশাসন।ইতোমধ্যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।যে ২টি হোটেলে খেলোয়াড়রা রয়েছেন সেগুলোকে ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।এই ব্যাপারে গোয়ালিয়র জোনের ইন্সপেক্টর জেনারেল অরবিন্দ সাক্সেনা বলেন "ম্যাচের দিন পুলিশ সদস্যরা বেলা ২টা থেকে রাস্তায় অবস্থান করবে।ম্যাচ শেষ হওয়ার পর দর্শকেরা বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে।নিষেধাজ্ঞা জারির পর নজরদারি জোরদার করা হয়েছে।পাশাপাশি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমেও চোখ রাখছি।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ