স্টাফ রিপোর্টার,দৈনিক প্রথম সকাল।
অদ্য ০৪- ০৮- ২০২৪ইং তারিখ রোজ বুধবার অটিস্টিক এন্ড ডিজেবল ফাউন্ডেশন মিরপুর ১ ঢাকা এর উদ্যোগে মিরপুর মাজার রোডস্থ হযরত শাহ আলী মডেল হাই স্কুলে বিকাল ৪ ঘটিকায় আয়োজন শুরু করে গরিব অসহায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন।কোরআন তেলাওয়াত করেন সাব্বির আহমেদ।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব শামীম সাঈদী (চেয়ারম্যান আল্লামা সাঈদী ফাউন্ডেশন),পিরোজপুর।প্রধান আলোচক ভিপি নুরুল হক নূর (প্রেসিডেন্ট বাংলাদেশ গণধিকার পরিষদ),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা ফখরুদ্দিন আহমেদ (কেন্দ্রীয় সহকারী মহাসচিব বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন),জনাব আলহাজ্ব আনোয়ার হোসেন এফ.এফ (ডি.আই.জি অবঃ)ঢাকা,জনাব মাওলানা হাবিবুল্লাহ রুমি আমীর (বাংলাদেশ জামায়াতে ইসলামী দারুস সালাম থানা ঢাকা),রকিব উল হোসেন (অফিসার ইনচার্জ (ওসি) দারুস সালাম থানা),আলহাজ্ব কাজী মোঃ কামাল (সদস্য সচিব নেছারাবাদ পৌরসভা পিরোজপুর),মোহতারামা দিলরুবা সুলতানা (শিক্ষিকা,নয়াবাজার কলেজ,বসিলা ঢাকা),মোহতারামা জোবায়দা খাতুন (প্রধান শিক্ষিকা,হযরত শাহ আলী মডেল হাই স্কুল,মিরপুর, ঢাকা),ইশরাত জাহান ইলা (স্বত্বাধিকারী গ্লোবাল হাসপাতাল), সিদ্দিকুর রহমান (উপদেষ্টা অটেস্টিক ফাউন্ডেশন),মুকিম হোসেন,(উপদেষ্টা অটেস্টিক ফাউন্ডেশন)।অনুষ্ঠানের মাঝে দেশাত্মবোধক গান পরিবেশন করেন আহমেদ (অটিস্টিক)।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহতারামা সৈয়দা আজমা সুলতানা (চেয়ারম্যান অটেস্টিক ফাউন্ডেশন মিরপুর ঢাকা),মনিরুল ইসলাম মনির (সদ্য সাবেক সাধারণ সম্পাদক,দারুসসালাম থানা যুবদল,ঢাকা মহানগর উত্তর) এবং তানযীম আহমেদ সাদী (সদ্য সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,দারুস সালাম থানা যুবদল,ঢাকা মহানগর উত্তর)সহ আর ও অনেকে।আজকের আয়োজনে সঞ্চালনায় ছিলেন জনাব কামরুল হুদা চৌধুরী।