ঢাকা | বঙ্গাব্দ

সোনামসজিদ স্থলবন্দরে ইলিশ মাছসহ এক ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে
  • আপলোড তারিখঃ 07-10-2024 ইং
সোনামসজিদ স্থলবন্দরে ইলিশ মাছসহ এক ভারতীয় নাগরিক আটক ছবির ক্যাপশন: সোনামসজিদ স্থলবন্দরে ইলিশ মাছসহ এক ভারতীয় নাগরিক আটক
বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ সোমবার৭ ই অক্টোবর সকালে সোনামসজিদ এলাকা থেকে আইসিপিতে একজন আসামীসহ (ভারতীয় নাগরিক) ১৭ কেজি ৬০০ গ্ৰাম ইলিশ এবং একটি ভারতীয় ট্রাক আটক করা হয়।বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে,অদ্য ৭ ই অক্টোবর সোনামসজিদ আইসিপি দিয়ে ইলিশ মাছ পাচারের সম্ভাবনা রয়েছে।এরই প্রেক্ষিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্য কর্তৃক অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত খালি ট্রাকসমূহ তল্লাশীর কার্যক্রম পরিচালনা করে।

তল্লাশির এক পর্যায়ে আনুমানিক সকাল ৯ টা ৪০ মিনিটে ১টি ভারতীয় খালী ট্রাক বাংলাদেশ হতে ভারতে যাওয়ার প্রাক্কালে আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশী করে ১টি বক্সের মধ্যে ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছ উদ্ধার করে। উদ্ধারকৃত ইলিশ মাছের মূল্য আনুমানিক ত্রিশ হাজার টাকা।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন অবৈধভাবে বাংলাদেশী ইলিশ মাছ ভারতে চোরাচালানের দায়ে ভারতীয় ট্রাক ড্রাইভার অলক মন্ডল (২২) পিতা-রনজিৎ মন্ডল,গ্রাম-কাঞ্চান্টার টিয়াকাঠি,পোঃ-কাঞ্চান্টার,থানা-ইংলিশ বাজার,জেলা-মালদা'কে আটক করা হয়।আটককৃত আসামী (ভারতীয় নাগরিক),ইলিশ মাছ এবং ট্রাকটি মামলা করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, দুর্গাপূজার উপলক্ষে শুল্ক ফাঁকি দিয়ে ভারতে ইলিশ মাছ নিয়ে যাচ্ছিল ট্রাক ড্রাইভার। সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরা চালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ