ঢাকা | বঙ্গাব্দ

সকল রাজনৈতিক কারাবন্দি ও ছাত্রদের মুক্তি দেওয়া হবেঃ রাষ্ট্রপতি

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজনৈতিক কারাবন্দিকে শিগগির মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি
  • আপলোড তারিখঃ 05-08-2024 ইং
সকল রাজনৈতিক কারাবন্দি ও ছাত্রদের মুক্তি দেওয়া হবেঃ রাষ্ট্রপতি ছবির ক্যাপশন: সকল রাজনৈতিক কারাবন্দি ও ছাত্রদের মুক্তি দেওয়া হবেঃ রাষ্ট্রপতি (ফাইল ছবি)

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।


কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজনৈতিক কারাবন্দিকে শিগগির মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।গতকাল সোমবার ৫ ই আগস্ট রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলা আটকসহ সব বন্দিদের মুক্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।


রাষ্ট্রপতি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।তিনি বলেন দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি।


রাষ্ট্রপতি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পদ রক্ষার্থে সবাইকে এগিয়ে আসার আহban জানাচ্ছি। দেশের অর্থনীতি,প্রশাসন,শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানাচ্ছি। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ