ঢাকা | বঙ্গাব্দ

ব্যাংক থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান আজ ৮ ই আগস্ট। সে জন্য নিরাপত্তার স্বার্থে
  • আপলোড তারিখঃ 08-08-2024 ইং
ব্যাংক থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না ছবির ক্যাপশন: ব্যাংক থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।


শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান আজ ৮ ই আগস্ট। সে জন্য নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে এ সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে।গতকাল বুধবার ৭ ই আগস্ট রাতে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে।


নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার ৮ ই আগস্ট এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না।তবে যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করা যাবে।এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ করতে পরামর্শ দেয়া হয়েছে।


জানা গেছে সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ বেড়েছে।এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়,সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।এর ধারাবাহিকতায় গত রাতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন দেশে কোনো সরকার নেই এবং আজ নতুন সরকার গঠিত হচ্ছে।এই সময়ে কেউ যাতে নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্যই এই সিদ্ধান্ত।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ