ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।
জেন্ডার সমতা,নারী নির্যাতন প্রতিরোধ,নারী ও শিশু পাচার রোধ, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধকল্পে সচেতনতামূলক কর্মসূচী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।অদ্য মঙ্গলবার ৮ ই অক্টেবর সকাল ১১ টায় জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাট শাখা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা মহিলা সংস্থা লালমনিরহাট শাখা'র (ভারপ্রাপ্ত) জেলা কর্মকর্তা আলহাজ্ব মোঃ হোসেন আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকির হায়দার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরে তাসনিম,জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন,জাতীয় মহিলা সংস্থা'র ট্রেড প্রশিক্ষক হালিমা বেগমসহ প্রশিক্ষণার্থী ও অফিস সহায়কবৃন্দগণেরা।