ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীর মৃত্যুদন্ড

নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, স্ত্রী,হত্যা, দায়, অভিযুক্ত ,স্বামী,মৃত্যুদন্ড,অপরাধ
  • আপলোড তারিখঃ 02-06-2024 ইং
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীর মৃত্যুদন্ড ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীর মৃত্যুদন্ড

রূপগঞ্জ,করেসপন্ডেন্ট,নারায়ণগঞ্জ।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামী আব্দুর রহিমকে (২৮) মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।রবিবার ২ রা জুন দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক .শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন।দন্ডপ্রাপ্ত আব্দুর রহিম রূপগঞ্জের মাইলাব এলাকার মোঃ আব্দুর রউফের ছেলে।


নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আবদুর রশিদ বলেন আসামির উপস্থিতিতে রূপগঞ্জ থানার দায়ের করা একটি হত্যা মামলায় আদালত অভিযুক্ত আব্দুর রহিমকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন।আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ রকিবুদ্দিন আহমেদ রকিব বলেন রূপগঞ্জের সুরিয়াব এলাকার মোঃ মোস্তফা মিয়া তার মেয়ে ফাতেমাকে (১৯) আব্দুর রহিমের সাথে বিয়ে দেন।সেই সময় মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ ৫০ হাজার টাকাসহ ৯০ হাজার টাকা যৌতুক হিসেবে দেয়।কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন অজুহাতে এক লাখ টাকা যৌতুক দাবি করেন।


তিনি আরও বলেন যৌতুকের এই টাকার জন্য ফাতেমাকে বিভিন্ন সময় নির্যাতন করতে থাকে।২০১৮ ইং সালের ৫ ই নভেম্বর সকাল থেকে দুপুরের কোনো এক সময়ে টাকার জন্য ফাতেমাকে মারধর করে হত্যা করা হয়।এ ঘটনায় ফাতেমার বাবা মোস্তফা বাদী রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলার  বিচার কার্যক্রম শেষে আজ এ রায় দেন আদালত। 




নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ