ঢাকা | বঙ্গাব্দ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম (৩৫) নামের এক
  • আপলোড তারিখঃ 12-10-2024 ইং
পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার ছবির ক্যাপশন: পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।গতকাল শনিবার ১২ ই অক্টোবর সকালে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত জানান, সাইফুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।গোপন সংবাদে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সাইফুল পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা হয়।

সাইফুলকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম আহম্মেদ বলেন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ