ঢাকা | বঙ্গাব্দ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার লিভ টু আপিলের শুনানির জন্য ১০ নভেম্বর ধার্য

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় উচ্চ আদালতের রায়ের
  • আপলোড তারিখঃ 04-11-2024 ইং
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার লিভ টু আপিলের শুনানির জন্য ১০ নভেম্বর ধার্য ছবির ক্যাপশন: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার লিভ টু আপিলের শুনানির জন্য ১০ নভেম্বর ধার্য
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।  

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার করা পৃথক দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আপিল বিভাগে শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেছেন চেম্বার আদালত।প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।আজ সোমবার ৪ ঠা নভেম্বর খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৮ ইং সালের ৮ ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ডাদেশ দেন বিচারিক আদালত।একই সাথে এ মামলার অন্য ৫ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়।অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড  দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান।

একইসাথে এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর ৫ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়।পাশাপাশি ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।বাকি ৪ আসামি হলেন সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী,সাবেক এমপি ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল,ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান।এর মধ্যে পলাতক আছেন তারেক রহমান,কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া,কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।পরে ২০১৮ ইংসালের ৩০ শে অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদন্ড দেন।হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ-টু আপিল করেন খালেদা জিয়া। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ