ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর মোহাম্মদপুরে বাথরুমে পানি ভর্তি বালতিতে পড়ে শিশুর মুত্যু

রাজধানীর মোহাম্মদপুর কাটাসুর এলাকার একটি বাসায়
  • আপলোড তারিখঃ 21-10-2024 ইং
রাজধানীর মোহাম্মদপুরে বাথরুমে পানি ভর্তি বালতিতে পড়ে শিশুর মুত্যু ছবির ক্যাপশন: রাজধানীর মোহাম্মদপুরে বাথরুমে পানি ভর্তি বালতিতে পড়ে শিশুর মুত্যু (প্রতিকী ছবি)
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।  

রাজধানীর মোহাম্মদপুর কাটাসুর এলাকার একটি বাসায় বাথরুমে পানিভর্তি বালতিতে পড়ে এক বছরের শিশুর মুত্যু হয়েছে। শিশুটির নাম হুমাইশা।ঘটনার সময় শিশটির মা রান্নাঘরে ছিলেন।আজ সোমবার ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে কাটাসুরের ৫/১ নম্বর ৬ তলা নিজেদের বাড়ির ৩ তলার বাসায় এ ঘটনা ঘটে।শিশুটির নানি ইয়াসমিন বেগম জানান বিকেলে বাসায় ছিল শিশুটির মা আসমা ইসলাম শিমু ও শিশুটির ৯ বছর বয়সী ভাই।ঘটনার আগ মুহূর্তে মা রান্না করছিলেন আর ভাই রুমে ছিল।কিছুক্ষণ পর হুমাইশাকে রুমের কোথাও দেখতে না পেয়ে বাথরুমে গিয়ে দেখেন,পানি ভরা বালতিতে উপুর হয়ে পড়ে আছে।  

শিশুর স্বজনরা জানান সাথে সাথে সেখান থেকে তুলে স্থানীয় আল-মানারাত হাসপাতালে নেওয়া হয় শিশুটিকে।তবে অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ইসিজি করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।শিশুটির বাবার রতন মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে রতন মোটরস নামে একটি দোকান রয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ