লাইফস্টাইল ডেস্ক,দৈনিক নাসা নিউজ।
পুদিনা যে শুধু স্বাদে অতুলনীয় তা নয়,গুণেও পিছিয়ে নেই এই পাতা।ওজন ঝরাতে অনেকেই নিয়ম করে খান চিয়া বীজ এবং পুদিনা পাতা ভেজানো পানি।তাই বলে শুধু পুদিনা পাতার পানি খেলে যে কোনও সুফল পাওয়া যাবে না,তা একেবারেই নয়।মেদ ঝরানোর পাশাপাশি পুদিনা পাতার পানি আরও অনেক উপকার করে। সেটা কি জানা আছে?
পুদিনা পাতার বাকি গুণগুলি কী?
জেনে নিনঃ-
শরীর আর্দ্র রাখেঃ
শরীরে পানির ঘাটতি তৈরি হতে দেয় না পুদিনা পাতা।তাই গরমে বেশি করে পুদিনা পাতা খাওয়া জরুরি।পুদিনা পাতার পানি এক্ষেত্রে সেরা বিকল্প।শরবতেও দিতে পারেন পুদিনা।এ ছাড়া পুদিনা দিয়ে তৈরি করতে পারেন পরোটা, "পুদিনা রাইস" ও কিন্তু মন্দ লাগবে না খেতে।
হজমের গোলমাল ঠেকাতেঃ
হজমজনিত সমস্যা জীবনেরই অঙ্গ।স্বস্তি পেতে ওষুধের বিকল্প কিন্তু হতেই পারে পুদিনা পাতা।পুদিনায় রয়েছে মেনথল-এর মতো উপাদান।যা হজমশক্তি বৃদ্ধি করে। শুধু তাই নয়,পেটের অন্যান্য সমস্যারও অবসান ঘটায় পুদিনা।
প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেঃ
রোগবালাইের সঙ্গে ল়ড়াই করার জন্য চাই প্রতিরোধ শক্তি।পুদিনা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।পুদিনায় রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান,যা রোগের জীবাণুকে সহজে শরীরে মাথা তুলে দাঁড়াতে দেয় না।ধারাবাহিক ভাবে যদি পুদিনাপাতার জল খেতে পারেন,উপকার পাবেন।
ত্বকের যত্নেঃ
পুদিনা শুধু শরীর নয়,ত্বকেরও যত্ন নেয় সমান ভাবে।ত্বক আর্দ্র রাখে। শুষ্ক হয়ে যেতে দেয় না।ত্বকের টানটান রাখতেও পুদিনার ভূমিকা আছে।এই পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট,যা ত্বক সংক্রান্ত বেশ কিছু সমস্যার সমাধান করে গোড়া থেকে।