ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ
  • আপলোড তারিখঃ 04-10-2024 ইং
ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ছবির ক্যাপশন: ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।আজ শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি।তার বাংলাদেশে আসার মধ্য দিয়ে প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে।আনোয়ার ইব্রাহিমের চলতি সফরে রাজনীতি,অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, খুবই সংক্ষিপ্ত মাত্র আড়াই ঘণ্টার সফরে বাংলাদেশে অবস্থান করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ইসলামাবাদ সফর করছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।২০২২ ইং সালের নভেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় সফরে প্রথম ইসলামাবাদ যান তিনি।সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে ইসলামাবাদ থেকে শুক্রবার ঢাকায় আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে।এ ছাড়া আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন।সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বৈঠকে বাংলাদেশ চলমান রোহিঙ্গা সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা কামনা করবে।পাশাপাশি আসিয়ান কাঠামোর মধ্যে একটি "সেক্টরাল ডায়ালগ পার্টনার" হওয়ার আকাংখাকে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী পরবর্তীকালে যৌথ বিবৃতি দেয়া হবে।সূচি অনুযায়ী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।আনোয়ার ইব্রাহিমই প্রথম সরকার প্রধান যিনি দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন।একদিনের সফর শেষ করে সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হবে বিদেশি কোনো ।সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর। 

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ