ঢাকা | বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি গ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানালেন শাবনূর

ঘূর্ণিঝড়, রেমাল, ক্ষতি, গ্রস্ত,দাঁড়ানো, আহবান, জানালেন, শাবনূর
  • আপলোড তারিখঃ 28-05-2024 ইং
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি গ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানালেন শাবনূর ছবির ক্যাপশন: ঘূর্ণিঝড় রিমালে ক্ষতি গ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানালেন শাবনূর (ফাইল ছবি)

বিনোদন ডেস্ক,দৈনিক নাসা নিউজ।


ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে উপকূলীয় এলাকাসহ সারা দেশে অন্তত ২১ জনের প্রাণ-হানির খবর পাওয়া গেছে।সেই সঙ্গে দেশজুড়ে ঘরবাড়ি,অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার।এবার ব্যক্তিগতভাবে ক্ষতি গ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানালেন জনপ্রিয় অভিনেত্রী নায়িকা শাবনূর।


অদ্য মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী বলেন আসুন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিপন্ন মানুষের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি।মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।অভিনেত্রী শাবনূর আরও বলেন বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় এলাকাসহ দেশের অন্যান্য অঞ্চল।


এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে দীর্ঘ সময় ধরে চলা প্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের মৃত্যু হয়েছে,আহত হয়েছেন অসংখ্য মানুষ,হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ।এদিকে,দীর্ঘদিন পর সিনেমায় ফিরছেন শাবনূর। চয়নিকা চৌধুরীর "মাতাল হাওয়া" সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার।পাশাপাশি তার হাতে রয়েছে "রঙ্গনা" ও "এখনো ভালোবাসি" নামে আরও দুটি সিনেমার কাজ। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ