নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।
দীর্ঘ প্রায় এক মাস পর পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের দুয়ার।আজ মঙ্গলবার ৫ ই নভেম্বর থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পর্যটকরা পাহাড়ি এ জেলার সব পর্যটন স্থানের পাশাপাশি যেতে পারবেন সাজেকও।খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।এতে স্বস্তি ফিরেছে পর্যটক ও পর্যটনব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের।
এদিকে পর্যটকদের জন্য খুলে দেয়ায় দীর্ঘ একমাস পর এখানকার পর্যটন কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।পর্যটকদের জন্য বিভিন্ন ছাড়সহ নানান সুযোগ-সুবিধা ঘোষণা করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।খাগড়াছড়ির অর্থনীতির মূল চালিকাশক্তি পর্যটন খাত।পর্যটনকে কেন্দ্র করে হোটেল-মোটেল,পরিবহন ব্যবসাসহ গড়ে উঠেছে নানা ধরণের ব্যবসা-বাণিজ্য। কিন্তু দীর্ঘসময় ধরে পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় এ খাতে ধস নামে।ব্যয় সংকোচনে অনেকেই ছাঁটাই করে দিয়েছেন কর্মচারী।বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসায় আবারও স্বপ্ন দেখছেন এখানকার ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান এতোদিন পর্যটক বন্ধ থাকায় অলস সময় পার করেছি।পর্যটকের সমাগম বাড়লে কর্মব্যস্ত সময় কাটবে। দীর্ঘদিন ব্যবসা মন্দা যাওয়ায় বড় ধরনের ক্ষতি হয়েছে।তা কাটিয়ে উঠার চেষ্টা করবেন তারা।জুলাই বিপ্লবের শুরু থেকেই পাহাড়ে পর্যটকদের আনাগোনা কমতে থাকে।সেপ্টেম্বর-অক্টোবরে খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত কয়েকটি ঘটনার ঘটলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন এ জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে।