ঢাকা | বঙ্গাব্দ

টানা ৩ দফা বাড়ানোর পর অবশেষে সোনার দাম কমলো

দেশের বাজারে টানা তিন দফা বাড়ানোর পর অবশেষে
  • আপলোড তারিখঃ 04-11-2024 ইং
টানা ৩ দফা বাড়ানোর পর অবশেষে সোনার দাম কমলো ছবির ক্যাপশন: টানা ৩ দফা বাড়ানোর পর অবশেষে সোনার দাম কমলো
নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

দেশের বাজারে টানা তিন দফা বাড়ানোর পর অবশেষে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।ভরিতে ১ হাজার ৩৬৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।আজ সোমবার ৪ ঠা নভেম্বর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।আগামীকাল মঙ্গলবার ৫ ই নভেম্বর থেকে নতুন এ দাম কার্যকর হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে।ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (২২ ক্যারেট) সোনার দাম পড়বে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯৫ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় সোনার বিক্রয় মূল্যের সাথে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।এর আগে গত ৩১ শে অক্টোবর দেশের বাজারে সোনার দাম ভরিতে (২২ ক্যারেট) ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস। 

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ