ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে
  • আপলোড তারিখঃ 28-10-2024 ইং
লালমনিরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: লালমনিরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফারুক আহমেদ সূর্য জেলা প্রতিনিধি: লালমনিরহাট 

নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দেয়ার লক্ষ্যে লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অদ্য সোমবার লালমনিরহাট শহরের মুনস্টার হলরুমে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (JICA)এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্ট্রেনথেনিং দ্য ইনসপেকশন,রেগুলেটরি এন্ড কোঅরডিনেটিং প্রকল্প,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং জাপানের হাইজিন ও হেলথ প্রোডাক্টের সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ছে।

প্রশিক্ষণে শিশুদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা,করণীয় ও বর্জনীয়, মৌলিক স্বাস্থবিধি এবং হাত ধোয়ার পদ্ধতি জানানো হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশন বিভাগের উপপরিচালক আতাউর রহমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী,
মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা,জাইকা প্রতিনিধি আসুকা ইয়াসুকা এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার ফজলুল হক প্রমূখ।এ দুইদিন ব্যাপী টেইনার হিসেবে প্রশিক্ষণ দিবেন শাহ আরাফাত রহমান,সাদিয়া শারমীন,
মোঃ ইউনুস আলী।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ