মোঃ আব্দুল কাহার ছিদ্দিকী রংপুর সদর প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন মোঃ মোস্তাফিজুর রহমান।এ সময় নবাগত (ওসি) মোস্তাফিজুর রহমান সাংবাদিককে বলেন জনগণকে নাগরিক সেবা প্রদান ও মহাসড়কে সার্বক্ষণিক পুলিশ নজরদারি,ট্রাফিক আইন লঙ্ঘনকারী গাড়িকে সনাক্ত করা সহ নানান কাজ করে আসতেছে হাইওয়ে পুলিশ।তারাগঞ্জ হাইওয়ে থানাতে কোনো প্রকার দুর্নীতি চলবে না,মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে।নবাগত (ওসি) মোস্তাফিজুর রহমান আরো বলেন আমাদের প্রধান কাজ হল মহাসড়কে যানজট মুক্ত করে গাড়ির গতি ফেরানো ও মহাসড়কে চুরি, ছিনতাই, চাঁদাবাজি,রোধে তারাগঞ্জ হাইওয়ে থানার পক্ষে সর্বদা কাজ করে যাব,যেন কোন প্রকার অনিয়ম না হয় এবং যাত্রীরা সুন্দরভাবে নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারে।তাই মহাসড়কে হাইওয়ে পুলিশ টহল জোরদার রয়েছে।
এদিকে তারাগঞ্জ হাইওয়ে থানার নবাগত (ওসি) হিসাবে যোগদান করায় নিউজ বাংলা এনবি এর (রংপুর প্রতিনিধি),দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার (পাগলাপীর রংপুর প্রতিনিধি) মোঃ আঃ রহিম,দৈনিক নাসা নিউজ পত্রিকার (রংপুর সদর প্রতিনিধি) মোঃ আব্দুল কাহার ছিদ্দিকী ও দৈনিক প্রথম খবর পত্রিকার (রংপুর সদর প্রতিনিধি) মোঃ আসাদুজ্জামান টিটু পক্ষ থেকে জানাই অভিনন্দন ।