ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমানসহ সব আসামি খালাসে স্বস্তি প্রকাশ করেছেন মির্জা ফখরুল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে
  • আপলোড তারিখঃ 01-12-2024 ইং
তারেক রহমানসহ সব আসামি খালাসে স্বস্তি প্রকাশ করেছেন মির্জা ফখরুল ছবির ক্যাপশন: তারেক রহমানসহ সব আসামি খালাসে স্বস্তি প্রকাশ করেছেন মির্জা ফখরুল
স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।অদ্য রবিবার ১ লা ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লন্ডন থেকে পাঠানো এক বিবৃতিতে এ স্বস্তি প্রকাশ করেন তিনি।এই বিবৃতির কথা জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি।বিচারিক আদালতের রায় বাতিল করে আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করায়।

বিএনপি মহাসচিব বলেন এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল।তার বিরুদ্ধে আনা মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল-বলে বিবৃতি শেষ করেন মির্জা ফখরুল।  


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ