ঢাকা | বঙ্গাব্দ

প্রবীণ সাংবাদিক আবুল আসাদের স্ত্রী জেবুন্নেসা হকের নামাজের জানাজা সম্পন্ন

প্রবীণ সাংবাদিক,দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের স্ত্রী
  • আপলোড তারিখঃ 31-10-2024 ইং
প্রবীণ সাংবাদিক আবুল আসাদের স্ত্রী জেবুন্নেসা হকের নামাজের জানাজা সম্পন্ন ছবির ক্যাপশন: প্রবীণ সাংবাদিক আবুল আসাদের স্ত্রী জেবুন্নেসা হকের নামাজের জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।    

প্রবীণ সাংবাদিক,দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের স্ত্রী জেবুন্নেসা হকের নামাজের জানাজা সম্পন্ন হয়েছে।গতকাল বৃহস্পতিবার ৩১ শে অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর কালসী সাংবাদিক কলোনিতে এ জানাজা সম্পন্ন হয়।জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন,ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল,উত্তরের সেক্রেটারি ড.রেজাউল করিম,প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার,দি নিউ নেশনের সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার,বাংলাদেশ পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ড.নুরুল আমিন,সংগ্রামের ভারপ্রাপ্ত সম্পাদক কবি সাজ্জাদ হোসেন খান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।এর আগে প্রবীণ সাংবাদিক আবুল আসাদের স্ত্রী জেবুন্নেসা বুধবার ৩০ শে অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ