ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলকে গ্রেফতার করেছে র‍্যাপিড
  • আপলোড তারিখঃ 03-09-2024 ইং
রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল গ্রেফতার ছবির ক্যাপশন: রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল গ্রেফতার
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র‍্যাব)।এর আগে গোপনে দেশ ছাড়ার সময়ে যশোরের সীমান্ত এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করের‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র‍্যাব)-২।পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।অদ্য মঙ্গলবার ৩ রা সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে (র‍্যাব)-২।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ ইফতেখার হাসান।তিনি বলেন রাত পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে।তবে তাকে কোন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব সে বিষয়টি বলতে পারেননি তিনি।

জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী জনতা হত্যায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বেশ কয়েকটি থানায় মামলা রয়েছে।এছাড়া তিনি তৎকালীন আমেরিকার রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলা মামলায় অন্যতম আসামী ছিলেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ