ঢাকা | বঙ্গাব্দ

মুকসুদপুরের মহারাজপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর
  • আপলোড তারিখঃ 29-11-2024 ইং
মুকসুদপুরের মহারাজপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ ছবির ক্যাপশন: মুকসুদপুরের মহারাজপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ
কে এম সাইফুর রহমান,করেসপন্ডেন্ট,গোপালগঞ্জ। 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিয়াকে গতকাল বৃহস্পতিবার ২৮ শে নভেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে আটক করেছে গোপালগঞ্জ ডিবি পুলিশ।জানা গেছে ২৮ শে নভেম্বর বেলা ১১ টায় মুকসুদপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি অংশ গ্রহণ করেন। সভা শেষ করে চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া নিচে নামলে গোপালগঞ্জ ডিবি পুলিশ তাকে আটক করে। 

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামালের নিকট মহারাজপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়াকে গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশ কর্তৃক আটকের বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা জানা যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ