ঢাকা | বঙ্গাব্দ

৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল নিয়ে যা জানালো টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত "টিসিবির ৪৩ লাখ ফ্যামিলি
  • আপলোড তারিখঃ 09-11-2024 ইং
৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল নিয়ে যা জানালো টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির ছবির ক্যাপশন: ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল নিয়ে যা জানালো টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত "টিসিবির ৪৩ লাখ ফ্যামিলি কার্ড" বাতিলের খবরটি সঠিক নয়।৪৩ লাখ ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে পরিণত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।অদ্য শনিবার ৯ ই নভেম্বর টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য জানান।তিনি জানান টিসিবির ১ কোটি কার্ডের মধ্যে ৫৭ লাখ স্মার্ট কার্ডে রূপান্তরিত হয়েছে,বাকি ৪৩ লাখও রূপান্তরের জন্য প্রক্রিয়াধীন।এসব কার্ডের মধ্যে কোনোটিতে অনিয়ম ধরা পড়লে সেটি বাতিল হবে।তবে এখনও ১ কোটি কার্ডধারী পণ্য নিতে পারছেন।

তিনি আরও বলেন অনেক কার্ডধারীর এনআইডি থেকে ঢাকায় একবার কার্ড নিয়েছেন,আবার নিজের গ্রামের বাড়িতেও আরেকবার কার্ড নিয়েছেন।একই এনআইডিতে একাধিক কার্ড থাকলে সেটিও বাতিল করা হবে।স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিরা না থাকায় ভোক্তা পর্যায়ে পণ্য ঠিকমতো পৌছাচ্ছে কি না,তাও সঠিকভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছে না বলে জানান তিনি।

টিসিবির মুখপাত্র বলেন একটি পরিবার যেন একটি ফ্যামিলি কার্ডের বেশি না পায়,সেজন্য স্মার্ট ফ্যামিলি কার্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে।এখন পর্যন্ত ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড হয়েছে।বাকি কার্ডগুলো করার জন্য জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে চার দফা চিঠি পাঠানো হয়েছে।তবে জেলা প্রশাসনে রদবদলের কারণে তাদের পক্ষ থেকে এই তথ্যগুলো না পাওয়ায় বাকি কার্ডগুলো তারা এখনও শনাক্ত করতে পারেনি।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ