ঢাকা | বঙ্গাব্দ

দেশে চলমান আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী মিরাজ খানের মৃত্যু

বিগত কয়েকদিন আগে দেশে চলমান আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী মিরাজ খানের মৃত্যু হয়েছে।অদ্য বৃহস্পতিবার ৮ ই আগস্ট সকালে রংপুর
  • আপলোড তারিখঃ 08-08-2024 ইং
দেশে চলমান আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী মিরাজ খানের মৃত্যু ছবির ক্যাপশন: দেশে চলমান আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী মিরাজ খানের মৃত্যু

ওয়াদুদ আহমেদ,করেসপন্ডেন্ট,কালীগঞ্জ,লালমনিরহাট।


বিগত কয়েকদিন আগে দেশে চলমান আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী মিরাজ খানের মৃত্যু হয়েছে।অদ্য বৃহস্পতিবার ৮ ই আগস্ট সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মিরাজ লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া সর্দারপাড়ার আব্দুস সালামের ছেলে।তিনি দনিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।


জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে চলা আন্দোলনে অংশ নেন মিরাজ।গত ৫ ই আগস্ট ঢাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন তিনি।সহযোদ্ধারা প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।মৃত মিরাজের বাবা আব্দুস সালাম বলেন, আমার ছেলে শহীদ হয়েছে।শহীদ ছেলের আত্মার শান্তি কামনায় সবার দোয়া চাই।মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।








নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ