ঢাকা | বঙ্গাব্দ

লিবিয়ার বেনগাজী থেকে দেশে ফিরেছেন আরও ১৪৪ জন বাংলাদেশি

মধ্যপ্রাচ্যর দেশ লিবিয়ার বেনগাজী থেকে দেশে ফিরেছেন আরও
  • আপলোড তারিখঃ 01-10-2024 ইং
লিবিয়ার বেনগাজী থেকে দেশে ফিরেছেন আরও ১৪৪ জন বাংলাদেশি ছবির ক্যাপশন: লিবিয়ার বেনগাজী থেকে দেশে ফিরেছেন আরও ১৪৪ জন বাংলাদেশি
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  

মধ্যপ্রাচ্যর দেশ লিবিয়ার বেনগাজী থেকে দেশে ফিরেছেন আরও ১৪৪ জন বাংলাদেশি।লিবিয়ার ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় নাগরিকরা দেশে ফিরে আসেন।আজ মঙ্গলবার ১ লা অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৭টায় বুরাক এয়ার-এর চার্টার্ড ফ্লাইট করে ১৪৪ বাংলাদেশির প্রত্যাবাসন করা হয়েছে।

আইওএম-এর পক্ষ থেকে এই বাংলাদেশিদের ৬ হাজার করে টাকা দেয়া হয়।এছাড়াও তাদের কিছু খাদ্য সামগ্রী,উপহার,চিকিৎসা সহযোগিতার ব্যবস্থা করা হয়।পাশাপাশি প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে বিমানবন্দরে অবতরণের পর এসব নাগরিককে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ