ঢাকা | বঙ্গাব্দ

রংপুরের হাজীরহাটে গর্তের ভিতর থেকে ৩'টি পুরাতন অস্র উদ্ধার

রংপুর, হাজী,হাট, গর্ত, ভিতর, থেকে ,অস্র ,উদ্ধার,অপরাধ
  • আপলোড তারিখঃ 17-05-2024 ইং
রংপুরের হাজীরহাটে গর্তের ভিতর থেকে ৩'টি পুরাতন অস্র উদ্ধার ছবির ক্যাপশন: রংপুরের হাজীরহাটে গর্তের ভিতর থেকে ৩'টি পুরাতন অস্র উদ্ধার

মোঃ মানিক ভ্রাম্যমান করেসপন্ডেন্ট। 

গতকাল ১৬/০৫/২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার বিকাল ৫:৩০ মিনিট এ,রংপুর মেট্রোপলিটন হাজীরহাট থানাধীন দুই নাম্বার ওয়ার্ড এ  অভিরাম বাবুপাড়ায়,জনৈক মোঃ বাদল বাবু এর পুকুরের দক্ষিণ পাড়ে,গর্তের ভিতর থেকে তিন'টি অস্ত্র,স্থানীয় লোকজন উদ্ধার করেন।স্থানীয় লোকজনদের মতে প্রাথমিক ধারনা করা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অস্ত্রগুলো এখানে রেখে দিয়েছিল কেউ।


পরে খবর পেয়ে হাজীরহাট থানার অফিসার ইনচার্জ এর সাময়িক দায়িত্বে থাকা অফিসার-এসআই,মোঃ বাবুল ইসলাম তার সঙ্গীয়  অফিসার এসআই-মোঃ কাজী আরমান হোসেন ও এসআই-আলতাব হোসেন সহ বন্দুক তিনটি জব্দ করে থানায় নিয়ে আসেন।এ ব্যাপারে অফিসার ইনচার্জ,সাময়িক দায়িত্বে থাকা অফিসার-এসআই,মোঃ বাবুল ইসলাম এর সাথে মুঠো ফোনে কথা বললে উনি জানান এ বিষয়ে আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জামায়াতে ইসলামীর সাথে কোনো দূরত্ব বাড়েনিঃ নজরুল ইসলাম খান