বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
নরসিংদীর শিবপুরে এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।এ ঘটনায় শনিবার ১৯ শে অক্টোবর ট্রাক মালিক লোকমান হোসেন স্থানীয় শিবপুর উপজেলার দায়িত্বশীল সেনা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেন।গত ১৫ ই অক্টোবর মঙ্গলবার ভোর ৩টার দিকে ট্রাকটি ছিনতাই হয়।অভিযোগ সূত্রে জানা যায় গত ১৫ ই অক্টোবর মঙ্গলবার ভোর ৩টার দিকে ট্রাকটি ছিনতাই হয়।বেক্সিমকো কোম্পানির ৩৩৬টি এলপি গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে একটি ট্রাক (মেট্রো ন-২৩ ৩৩৬৭) ঢাকা মনোহরদী আঞ্চলিক মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার বাড়ৈগাও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে ৮/১০ জনের একদল ডাকাত রাস্তায় পিকআপ ভ্যান দিয়ে ট্রাকের পথরোধ করে।
এ সময় ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মী করে ট্রাকের চালক মোঃ রুবেল মিয়া ( ২৭) ও হেলপার মোঃ নয়ন মিয়াকে (২৪) হাত পা বেঁধে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে পিটিয়ে আহত করে।এ সময় ডাকাতরা তাদের কাছ থেকে ২টি মোবাইল, নগদ ৩ হাজার ১শ টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে জঙ্গলে ফেলে দিয়ে মালভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়।ছিনতাইকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়।ট্রাকটি গ্যাসের সিলিন্ডার নিয়ে চট্টগ্রামের মংলা বন্দর থেকে কিশোরগঞ্জ তারাইল রওয়ানা হলে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা অস্ত্রের মুখে ট্রাকটি ছিনতাই করে।
অভিযোগপত্রে আরও জানা যায় ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ট্রাকের মালিক লোকমান হোসেন জানার পর ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়।ছিনতাইকৃত ট্রাকের মালিক লোকমান হোসেনের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পুরানবাড়ি গ্রামে।