ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমানের জন্মদিনের কোন ও আনুষ্ঠানিকতা পালন করলেই ব্যবস্থা নিবে বিএনপি

আগামী ২০ ই নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
  • আপলোড তারিখঃ 11-11-2024 ইং
তারেক রহমানের জন্মদিনের কোন ও আনুষ্ঠানিকতা পালন করলেই ব্যবস্থা নিবে বিএনপি ছবির ক্যাপশন: তারেক রহমানের জন্মদিনের কোন ও আনুষ্ঠানিকতা পালন করলেই ব্যবস্থা নিবে বিএনপি
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

আগামী ২০ ই নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা পালন না করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে দলটি।অদ্য সোমবার ১১ ই নভেম্বর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ২০ ই নভেম্বর ২০২৪ ইং বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন।দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ঐদিন জনাব তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না।বিজ্ঞপ্তিতে বলা হয় এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ