ঢাকা | বঙ্গাব্দ

নতুন আলু বিক্রয় হচ্ছে প্রতি কেজি ৪০০ টাকা

অগ্রহায়ণ মাস মানেই নতুন ধান,নতুন চাল
  • আপলোড তারিখঃ 17-11-2024 ইং
নতুন আলু বিক্রয় হচ্ছে প্রতি কেজি  ৪০০ টাকা ছবির ক্যাপশন: নতুন আলু বিক্রয় হচ্ছে প্রতি কেজি ৪০০ টাকা
নিউজ ডেস্ক,দৈনিক প্রথম সকাল।

অগ্রহায়ণ মাস মানেই নতুন ধান,নতুন চাল আর নবান্ন উৎসবের রঙ্গিন আমেজ।তবে এবার বগুড়ার নবান্ন উৎসব শুধু আনন্দ নয়,আতংকের বটে।নবান্ন ঘিরে নতুন ফসলের বাজারে প্রাণচাঞ্চল্য বাড়লেও দাম আকাশচুম্বী।এতে হতাশা ব্যক্ত করেছেন ক্রেতারা।অদ্য রবিবার ১৭ ই নভেম্বর সকালে বগুড়ার রাজাবাজার,ফতহে আলী বাজার ও অন্যান্যবাজার ঘুরে দেখা যায়,নবান্নের চাহিদা পূরণে বাজারে প্রচুর নতুন পণ্য উঠেছে।তবে দাম ঊর্ধ্বমুখী। নতুন আলু (পাগড়ি জাত) প্রতি কেজি ৩৬০-৪০০ টাকা,পাতা পেঁয়াজ ৯০-১০০ টাকা,শিম ১০০ টাকা,ফুলকপি পিস ৬০-৭০ টাকা,টমেটো কেজি ২৪০ টাকা,পটোল ৪০ টাকা,বেগুন ৬০ টাকা ও কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে।

তবে নতুন আলুর চাহিদা এতটাই বেশি যে বাজারে তুলনামূলক ছোট এবং মাঝারি আকারের আলুই বেশি দেখা যাচ্ছে।ব্যবসায়ীরা বলছেন নবান্ন উপলক্ষে ক্রেতারা যেভাবে নতুন আলুর দিকে ঝুঁকছেন,তাতে সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি।তাই দামও বেশি।বাজারে আলু কিনতে আসা কল্যাণ চন্দ্র বলেন নবান্ন আমাদের পরিবারের প্রিয় উৎসব। প্রতি বছরের মতো এবারও নতুন চাল আর আলু দিয়ে পিঠাপুলি বানিয়ে উৎসব করবো।তবে আলুর দাম একটু বেশিই মনে হচ্ছে।




নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ