ঢাকা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসের সাথে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীর সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের
  • আপলোড তারিখঃ 22-08-2024 ইং
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসের সাথে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসের সাথে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। 

অন্তর্বর্তীকালীর সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।অদ্য  বৃহস্পতিবার ২২ শে আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন তিনি।এর আগে বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে জানান বন্যার বর্তমান ও পূর্বের পরিস্থিতি এবংভবিষ্যতে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে ভারতের হাইকমিশনারের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ