মাহাফুজ আনাম,সিনহা,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বারংবার ত্রুটিপূর্ণ ফলাফল সংষ্কার ও দীর্ঘ সেশন জট থেকে মুক্তির ৬ দফা দাবীতে ১৮-১৯ ইং সেশনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করে।গতকাল বৃহস্পতিবার ২১ শে নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পরিক্ষা নিয়ন্ত্রক বরাবর তাঁরা ৬ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোঃ-
১। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের রেজাল্ট জালিয়াতি সহ অনিয়মের কারনে একই বিষয়ে বারবার ফেল দেখিয়ে ভুতুড়ে রেজাল্টের রীতিনীতি বন্ধ করতে হবে।
২। ১৮-১৯ সেশনের অকৃতকার্য ত্রুটিপূর্ণ রেজাল্ট এর আবেদন সহ ফলাফল পূর্ণ নিরীক্ষণ নির্ভূল ভাবে আগামী ১৫ দিনের মধ্যে সমাধান করতে হবে।ও এমআর নয় মূল উত্তরপত্রের খাতা মূল্যায়ন করতে হবে।
৩। করোনা ও তার পরবর্তী সময় উচ্চ সেশনজট নিরসনে ১৮-১৯ ইং সেশন ও তার পূর্ববর্তী সেশন কে বিশেষ বিবেচনায় ফলাফল ঘোষণা করতে হবে,বা অকৃতকার্য বিষয়সমূহ লিখিত কিংবা ভায়বা পরিক্ষার মাধ্যমে ৬০ কার্য দিবসের মধ্যে পরিক্ষাসহ ফলাফল ঘোষণা করতে হবে।
৪। যেসকল শিক্ষার্থী ১/২ বিষয়ে ভুতুড়ে রেজাল্টের ফাঁদে অকৃতকার্য দেখানো হয়েছে তাদের মাস্টার্স নিয়মিত অধ্যায়ন সহ এবছর সরকারি সকল চাকরি বিসিএস নিবন্ধন মাথায় রেখে ফলাফল সমাধান দিতে হবে।
৫। উপরিউক্ত সমস্যার সমাধান ব্যতীত সাময়িক সিজিপিএ প্রকাশ বন্ধ করতে হবে।
৬। প্রত্যেক বছরের রেজাল্ট ৬০ কর্ম দিবসের মধ্যে প্রকাশ ও নিয়মিত সমাবর্তনের আয়োজন করতে হবে।