স্পোর্টস নিউজ,দৈনিক প্রথম সকাল।
সবশেষ অস্ট্রেলিয়ায় বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ ফর্মে ছিলেন লিয়াম লিভিংস্টোন।সিরিজের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় আগে ব্যাট হাতে দুই ম্যাচে করেছেন ১২৪ রান,যা স্বাগতিক হয়ে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।এবং বল হাতে নিয়েছেন ৫ উইকেট,যেটিও বোলিং বিভাগের স্বাগতিকদের সর্বোচ্চ।ব্যাটে-বলে দারুণ অলরাউন্ড পারফর্ম স্রেফ সিরিজটাও বাঁচাননি লিভিংস্টোন,বনে গেছেন অনন্য এক কীর্তির।প্রথমবারের মতো বসেছেন আইসিসির অলরাউন্ড র্যাঙ্কিংয়ের সিংহাসনে।
অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে তালিকার আটে ছিলেন লিভিংস্টোন।এবং স্রেফ দুই ম্যাচ বাদেই ২৫৩ পয়েন্ট নিয়ে সোজা শীর্ষে।দুইয়ে থাকার সিকান্দার রাজার পয়েন্ট থেকে যোজন যোজন দূরে আছেন লিভিংস্টোন।রাজার পয়েন্ট ২০৮।লিভিংস্টোনের অনন্য এই কীর্তিতে সাকিব আল হাসান নেমে গেছেন তালিকার তিনে।তার পয়েন্ট ২০৬। এদিকে ব্যাটিংয়ে শীর্ষস্থান থেকে অবস্থান অনেক দূরে থাকলেও সংখ্যা বিচারে ব্যাটিং র্যাঙ্কিংয়ে আরও বেশি উন্নতি করছেন লিভিংস্টোন।৫০ থেকে ১৭ ধাপ এগিয়ে এখন আছেন ৩৩তম স্থানে। তার রেটিং পয়েন্ট ৫৬০। এদিকে ব্যাটিংয় র্যাঙ্কিংয়ে ৮৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অজি ওপেনার ট্রাভিস হেড।