ঢাকা | বঙ্গাব্দ

নতুন চোটে নেইমার কতটা গুরতর

চোটের সাথে নেইমারের সম্পর্ক যেন শেষই
  • আপলোড তারিখঃ 05-11-2024 ইং
নতুন চোটে নেইমার কতটা গুরতর ছবির ক্যাপশন: নতুন চোটে নেইমার কতটা গুরতর
স্পোর্টস নিউজ,দৈনিক প্রথম সকাল।  

চোটের সাথে নেইমারের সম্পর্ক যেন শেষই হচ্ছে না,এসিএল এর ইনজুরির কারণে এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে।লম্বা সময় পর এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন সম্প্রতি।তবে মাঠে ফিরেই আবারও চোটের ধাক্কা খেলেন।চোট থেকে ফিরে কেবলমাত্র ২য় ম্যাচ খেলতে নেমেছিলেন। কিন্তু আল হিলালের হয়ে ইস্তেঘাল এফসির বিপক্ষে ম্যাচটিতে ৫৮ মিনিটে মাঠে নামার ৩০ মিনিট পেরোতেই উঠে যেতে হলো তাকে।  

ইস্তেঘালের বিরুদ্ধে অবশ্য ৩/০ গোলে জয় পেয়েছে আল হিলাল।যেখানে সার্বিয়ান তারকা আলেক্সান্দার মিত্রোভিচ হ্যাটট্রিক করেছেন।তবে আল হিলালের পক্ষে যতই জয় আসুক, নেইমারের চোট নতুন করে শঙ্কার কারণ হয়ে দাঁড়ালো।ডান পায়ের পেছনের দিকে চোট পেয়েছেন নেইমার। মাঠের মধ্যেই যন্ত্রণা পরিস্কার হয়ে ওঠে তার চোখে-মুখে।আল হিলাল কোচ সাথে সাথেই তাকে মাঠের বাইরে নিয়ে আসেন।ক্লাবটির হয়ে দুই ম্যাচে মাত্র ৪২ মিনিট খেলতে পেরেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

উরুর মাংসপেশির চোটে পড়েছেন নেইমার।তবে এই চোট কতটা গুরুতর তা এখনো স্পষ্ট জানা যায়নি।কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফুটবলারকে তা হয়তো জানা যাবে শীঘ্রই।নেইমার নিজে অবশ্য নিজের চোট নিয়ে আপডেট জানিয়েছেন। ম্যাচের পর ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন "আশা করি তেমন বড় কিছু নয়--------এটা স্বাভাবিক,এক বছর পর মাঠে নামলে এমনটা হতে পারে। চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিলেন। আমার আরও সতর্ক থাকতে হবে, আরও বেশি মিনিট ধরে খেলতে হবে।আগামী ২৬ শে নভেম্বর আল সাদের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে আল হিলাল।সেই ম্যাচে নেইমারকে মাঠে দেখার আশা করছেন তার ভক্ত-সমর্থকরা।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ